গাজীপুর কালিয়াকৈর উপজেলায় চান্দুরা পল্লী বিদ্যুৎ মুন্সির মোরে অবস্থিত। মোস্তফা ইলেকট্রনিক্স তাদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। গতকাল মুন্সির মোড়ে অবস্থিত শো-রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রায় ৫০০-এর অধিক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান হ্যাপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহতাব হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজাহার আলী মিন্টু ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেন্টু হোসেন।
মোস্তফা ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ মোস্তফা হোসেন এবং তার উত্তরসূরি মোছা: মম খাতুনও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা প্রতিষ্ঠানের গত আট বছরের সাফল্য ও ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, মোস্তফা ইলেকট্রনিক্স শো-রুম থেকে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স ও হিউম্যান কেয়ার পণ্য সাশ্রয়ী মূল্যে ক্রয় করা সম্ভব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট ও অফার চলছে, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মোস্তফা ইলেকট্রনিক্সের ম্যানেজমেন্ট জানিয়েছে, তাদের শো-রুমে ক্রেতারা আকর্ষণীয় অফার ও সেবার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। তারা সবাইকে দ্রুত শো-রুমে আসার আমন্ত্রণ জানিয়েছেন।